02-11-2022, 04:40 PM
(02-11-2022, 01:44 AM)nextpage Wrote: সরলতার যে পাঠ খানা শিখাইতেছে সেটা পার্থিব জীবনে যতই মঙ্গলজনক হোক না কেন বাস্তবিক জীবনে বৃহৎ বেদনা দিতে পারে।
কিন্তু সেটা বুঝিবার জন্য মন যতটা জটিল হইতে হতো সেটা তো আর হলো না সরলতার খাতিরে।
এমন পাঠ আরও বেশি বেশি পাইতে ইচ্ছে জাগে।
আমার মত এক দীনহীনের লেখা আপনি পাঠ করিয়াছেন ইহাই আমার পরম ভাগ্য। বাস্তবে এই সরলতা দেখা যাইবে না সত্য কহিয়াছেন।
অবশ্যই পাঠ করিবেন। আগামী রবিবার প্রত্যূষে নচেৎ শনিবার সান্ধ্যসময়ে নব রচনা আসিতেছে। আশা করি, উক্ত দিনে পুনরায় পদধূলি পাইব।