02-11-2022, 10:07 AM
(01-11-2022, 11:26 PM)nextpage Wrote: আজকের পর্বে অন্যরকম এক গোগোলের দেখা পেলাম।
ভালবাসায় সিক্ত করে দিয়ে প্রেম কাননে সুঘ্রাণে আর রঙিন ছটায় ভাসিয়ে দিলে আমায়।
দূরত্ব টা কি আরও বাড়বে? ভুল বুঝাবুঝির কেবর তো শুরু। আর সেখানে জায়গা করে নিয়েছে এক রাশ অভিমান৷
সুজাতা কি খুলে বলতে চাইছে? কি সম্ভব না বলতে চাইছে?
তবে কি বাকি গল্প গুলোর মত এবারও অসম্পূর্ণ প্রেমকাব্যের আস্বাদন করতে হবে?
অনির্বাণের বাকিটা জীবন তো অনিশ্চিত... সে যে প্রতিশোধে পথে নেমেছে যেখানে তার বিপরীতে এখন সন্দ্বীপ দাঁড়িয়ে থাকবে।
দুর্দান্ত বিশ্লেষণ এটুকুই বলবো .. সঙ্গে থাকো আর পড়তে থাকো, এখনো অনেক চমক অপেক্ষা করে আছে।