01-11-2022, 10:35 PM
কোনো পাঠক/পাঠিকার কোনো লেখক/লেখিকাকে না জেনে উনার সম্পর্কে মন্তব্য করা উচিৎ নয়. হেনরী স্যার এখনও পর্যন্ত ৬-৭টি গল্প লিখেছে. তার মধ্যে দুটি বাদে সবগুলি সমাপ্ত. শুধু "মঙ্গলসূত্র" গল্পটি নিজে থেকে বলে মাঝপথে থামিয়ে দিয়েছে. আর "সুখ-অসুখ" গল্পটি এমন একটা জায়গায় এসে থেমেছে যে ওটাকে শেষও বলা যায়, আবার শেষ নাও বলা যায়.
আর অতীতেও এমন হয়েছে স্যার কয়েক সপ্তাহ বাদে এসে নতুন পর্ব দিয়েছে; প্রথম প্রথম খুব ঘন-ঘন পর্ব লিখেছে, আর মাঝপথ থেকে বেশ অনেকটা সময় নিয়েছে - তবুও গল্প শেষ করেছে. আমদের ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিৎ যে স্যার আবার লিখতে শুরু করেছে, মাঝে প্রায় দুই বছর মতো তো শীতঘুম চলছিলো.