01-11-2022, 10:17 PM
(01-11-2022, 09:54 PM)Baban Wrote: আজকের পর্বটা পড়ে মনে হলো এটা সত্যিই সেই কাহিনী যার মূল বিষয় মানব জীবনের অন্তরে লুকিয়ে থাকা রিপু? যার মজ্জায় শুধুই শরীর মাংস বিকৃত উল্লাস লুকিয়ে?
হতেই পারেনা! যে শুধুই এই পর্ব পড়বে সে ভাববে লেখক হয়তো ভুল প্রেফিক্স দিয়ে ফেলেছে। উফফফফফ অসাধারণ দাদা! জাস্ট বুক কাঁপিয়ে দেওয়া। গোগোলের দৃষ্টি ক্রিয়া ও কথা সব কটা বুকের ভেতর ক্ষত করতে সক্ষম। হিয়া আজ ভুল চিনলো তাকে কিন্তু সেই মানুষটা তো ভুল চেনেনি একজনকে। হয়তো চিনেও চিনতে চায়না তাকে। যাইহোক আমি অন্তত সেই মানুষটার এতো মহান জ্ঞানের বকবকানি মেনে নিতে পারছিনা। সেটা আমার সমস্যাও হতে পারে।
শেষে হটাৎ সুজাতা মায়ের বলা ওই কথাগুলো যেন গল্পকে আরও একটা মোড় দিতে চলেছে। চমকের পর চমক।
বাহ্ .. খুব সুন্দর করে বললে। এই ধরনের মন্তব্য পেলে লেখার ইচ্ছা হাজার গুণ বেড়ে যায় আমার লেখা কোনো উপন্যাসেই নারী মাংসলোভী বিকৃতমনস্ক ব্যক্তিরা প্রোটাগনিস্ট হয় না, এন্টাগনিস্ট হয়। আসলে আমি আমার উপন্যাসের চরিত্রগুলির মন নিয়ে খেলতে ভালোবাসি। কথাটা একটু খারাপ হয়ে গেলো মনে হয় .. আসলে আমি বলতে চাইছি, আমি আমার উপন্যাসের চরিত্রগুলির মনের অন্তরে আরো গভীরভাবে প্রবেশ করতে সর্বদা চেষ্টা করি। কারণ আমি মনে করি আমি যত গভীরে যেতে পারবো ততই তোমাদের মনের মানুষ হয়ে উঠতে পারবো।