01-11-2022, 02:11 PM
(30-10-2022, 01:00 PM)Monen2000 Wrote: সেক্স সিন দেওয়ার ইচ্ছাই ছিল না, নেহাত এখানে বেশিরভাগ পাঠক সেক্স গল্প পড়তেই আসে তাই দেওয়া।
আর শেষটা বড়ো করে দেওয়ার চেষ্টাই করছি।
এই যৌন মিশ্রণ নিয়ে আগেও একবার বলেছিলাম যে- সেক্সের প্রয়োজনে গল্প নয়, গল্পের প্রয়োজন হলেই সেক্স আসুক। আর যদি সেটা আসেই (না আসলেও সমস্যা নেই) সেই সময় মশলা ঢেলে দেবেন। তবে জোড় পূর্বক সেক্স ঢুকিয়ে দেবেন না।
গুপ্ত পাঠক আমি, সচারাচর মন্তব্য করি না। অনেকদিন পর একই জথাই পূনরায় বললাম।
নতুন আপডেট গুলো নিয়ে বলতে গেলে অসাধারণ। তবে কিছু ক্ষেত্রে গল্পটা হয়তো স্পাইস করা যেতো। যেমন ধীরেন বাবুর মৃত্যুটা যেভাবে হয়েছে সেভাবেই হতো- রয়ের ফাইট সীন গুলোও। পরিবর্তন আসতে পারতো মনে হয়েছে- ইন্টেলিজেন্সি দেখানো হয়েছে অথচ নিজের দলকে একবার ও ফোন করে জানাতে পারে নি? যেখানে তাথৈ এর কাছেও ফোন ছিলো? এমন হতে পারতো সে হিন্টস দিয়েছে- তার দলের লোক পৌঁছানোর চেষ্টাও করছে কিন্তু বারংবার আক্রমনের ফলে হয়তো নিজের লোকেশন টা প্রকাশ করতে পারেনি ভালো করে এবং এরপর আর সুযোগ আসেনি কল করবার বা জানানোর। এরপরের সীন গুলো গল্প অনুযায়ী। কিভাবে আমীর তাকে ট্র্যাক করলো সেখানে থেকে শেষ অব্দি সব ঠিক আছে
সম্পূর্ণ নিজের মতামত। কেউ অন্যভাবে নেবেন না। বলছি কারণ আমীর কে বাঁঁচাতে ধরা পরেছে সেটা আবেগ। কিন্তু রয়ের মতো বুদ্ধিমান ব্যক্তি লোকেশন শেয়ার করেনি সেটাকে বোকামি লেগেছে।
ধন্যবাদ।