31-10-2022, 09:21 AM
(30-10-2022, 10:25 PM)Somnaath Wrote: মাথাটা তো আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন দেখছি এই মানুষটা ক্রমশ কুঁড়ের বাদশা হয়ে যাচ্ছে। আর আগের মতো টিজার দেওয়ার প্রয়োজন বোধ করছে না তবে আগামী পর্বের নামটা শুনেই মনের ভেতর কি রকম যেন একটা করে উঠলো। একদম অন্যরকম কিছু হতে চলেছে, সেটা বুঝতে পারছি।
একদম ঠিক ধরেছ , day by day ভীষণ রকম কুঁড়ে হয়ে যাচ্ছি
(30-10-2022, 11:23 PM)nextpage Wrote: এই যে টিজার ছাড়াই পোষ্টার দিলে তাতে করে কিন্তু বুকের ধুকপুকানি টা বাড়লো বৈকি কমলো না।
কিছু হয়ে গেলে তুমি দায়ী।
বুকের ধুকপুকানি যাতে বাড়ে সেই জন্যই তো এই কাজটা করলাম কিচ্ছু হবে না, আমার কথা মিলিয়ে নিও।