30-10-2022, 11:12 PM
(30-10-2022, 09:17 PM)Bumba_1 Wrote:এমন যদি হতো..একটা প্রেমের গল্প হতো,দূরে থেকেও ভালবাসা হতো।এমন যদি হতো..জীবন অনেক ব্যস্ত হতো,তবুও হাতে তার হাতটা হতো।
এমন যদি হতো..রাত জেগে ভোর হতো,তবুও প্রেমালাপ শেষ না হতো।এমন যদি হতো..সকাল পেরিয়ে দুপুর হতো,কেউ হতো অপেক্ষায় অভিমানি ..আর কে .. ওই তো তোমার দেবযানী।
বরাবরের মতই আমি বাকরুদ্ধ
তুমি গুরুদেব মহাসনে আসীন
আর আমি পদতলে ধুলোয়
হতে চাইবো বিলীন।
এখনো কথাই কিন্তু বাস্তব আর দেবযানী স্পর্শের বাইরের মরীচিকা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।