30-10-2022, 11:07 PM
(30-10-2022, 01:41 AM)Arpon Saha Wrote: দাদা তাড়াহুড়ো নেই ঠিক কিন্তু একটি গল্প ৩–৪ বসে পড়তে সেই জোশ টা আর পাওয়া যায় না। আমার মতে লেখকদের ব্যক্তিগত সমস্যা বা কাজ থাকলে লেখালেখি বন্ধ করে দেয়া উচিত। লেখকের অখন্ড অবসর না থাকলে লেখালেখিতে হাত দেয়া উচিত না।যেমন লেখক পিনুরাম,কামদেব এরা হয়তো ব্যস্ত তাই লেখালেখি বন্ধ করে দিয়েছে।
আমার কমেন্টের ভূল ত্রুটি মার্জনা করবেন।
না ভুল কিছু বলেন নি। একদম রাগ করিনি।
তবে জানেন কি এখন আর অখণ্ড অবসরে কাউকে পাওয়া যায়, যে বয়সে সেটা পাওয়া যায় তখন কি আর লেখার মত মন মানসিকতা থাকে নাকি।
তাই অবসর যতটুকু পাই তাতেই লিখতে বসে যাই ঐতো মনের খোরাক।
সত্যি বলতে গল্পের জন্য অপেক্ষা করা বড্ড কষ্টের আমি নিচেও পছন্দের থ্রেড গুলোতে দিনে দুবার চোখ বুলাই আর কষ্টের অপেক্ষা করি।
তবে আশা করি আগামী সপ্তাহ থেকে নিয়মিত আপডেট দিতে পারবো।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।