30-10-2022, 10:37 PM
উপরের লাল অংশে লেখা আজকের প্রতিটা লাইন সোজা বুকে এসে বিধলো। মানব মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব নিয়ে লিখতে আমার বরাবার ভালো লাগে। সেটা তুমি আমার লেখা পড়েই বুঝেছো। তাই তেমনি কিছু অন্যের লেখায় পেলে হা করে আমিও পড়ি। মুখে মাছি ঢোকার ভয় ভুলে।
ওপরের ওই লাইনগুলো জসি অসাধারণ। ভালোবাসার মানুষের এতো কাছে থাকা, এতো কাছে আসা কিন্তু তাও একটা বিরাট দূরত্ব। তার মাঝেই একটা উঁচু পাঁচিল যেটা ডিঙিয়ে আসা অসম্ভব না হলেও বিপদজনক। একবার পড়ে গেলে চিরকালের মতো হারিয়ে যেতে পারে অনেক মুহূর্তের মূল্য। হয়তো পুরোটাই ব্রেনের ব্যাপার। কিন্তু তাও তো ঠিক ভুল এর মাঝের পথ। বড্ড সাংঘাতিক!
তবে এমন মুহুর্ত আবার বড্ড পবিত্র। কারণ শরীরী আকর্ষণ থাকলেও তাতে নেই কোনো বিকৃত চাহিদা। শুধুই শরীর নয় সাথে জুড়ে আছে প্রাণ, আত্মা, ভালোবাসা, বন্ধুত্ব আর সবশেষে চাহিদা। এমন মুহূর্তে কোনো সুন্দরী নগ্ন নারী মূর্তি এসে হাতছানি দিলেও সেই পুরুষ ফিরেও তাকাবে না সেদিকে। কারণ অমূল্য সম্পদ যে বুকে মাথা রেখে শুয়ে ♥️
ওপরের ওই লাইনগুলো জসি অসাধারণ। ভালোবাসার মানুষের এতো কাছে থাকা, এতো কাছে আসা কিন্তু তাও একটা বিরাট দূরত্ব। তার মাঝেই একটা উঁচু পাঁচিল যেটা ডিঙিয়ে আসা অসম্ভব না হলেও বিপদজনক। একবার পড়ে গেলে চিরকালের মতো হারিয়ে যেতে পারে অনেক মুহূর্তের মূল্য। হয়তো পুরোটাই ব্রেনের ব্যাপার। কিন্তু তাও তো ঠিক ভুল এর মাঝের পথ। বড্ড সাংঘাতিক!
তবে এমন মুহুর্ত আবার বড্ড পবিত্র। কারণ শরীরী আকর্ষণ থাকলেও তাতে নেই কোনো বিকৃত চাহিদা। শুধুই শরীর নয় সাথে জুড়ে আছে প্রাণ, আত্মা, ভালোবাসা, বন্ধুত্ব আর সবশেষে চাহিদা। এমন মুহূর্তে কোনো সুন্দরী নগ্ন নারী মূর্তি এসে হাতছানি দিলেও সেই পুরুষ ফিরেও তাকাবে না সেদিকে। কারণ অমূল্য সম্পদ যে বুকে মাথা রেখে শুয়ে ♥️