30-10-2022, 08:08 PM
(30-10-2022, 07:54 PM)raktim Wrote: অহো, কী বাচনভঙ্গি! ইহা পাঠে মন প্রাণ পুলিকিত হইয়া উঠিল। রমাদেবী যথার্থই রম্যদা। তিনি প্রতি বৎসর পুত্র কন্যা সন্তানের জন্ম দিন। আমরা সেই কাহিনী শ্রবণ করিয়া কৃতার্থ হই।
বচনবাগীশদের সমস্যা হইল বাচনবুলির ঝুলি লহিয়া সে যত্রতত্ৰ ঘুরিয়া বেড়ায়। তাহার ঝুলি হইতে যবে মার্জার বাহির হয় তবে কেহ পুলকিত হয় কেহ বা মুখ থ্যাবড়া করিয়া বসিয়া থাকে। এই বুলি যে আপনারে প্রফুল্ল করিতে সক্ষম হইয়াছে তাহা জানিয়া এই অধম বচনবাগীশও শিহরিত হইল পুলকে। রমা না আসুক রাজনন্দিনী আসিবে শীঘ্রই এই মহাবীর্য্যের তুলিতে।