Thread Rating:
  • 21 Vote(s) - 2.71 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller Psycho (সাইকো)
#24
Exclamation 
পর্ব ৬ : বন্ধু
ঠিক এক হাত সামনে পড়ে আছে লাশটা। রক্তে কালো পিছে রাস্তাটা আরো কালচে হয়ে ওঠে। সবেমাত্র থানা হাজত থেকে বেরিয়ে, এভাবে একটা খুনের মামলার সাথে ছড়িয়ে যাবে উৎস এটা কেউই ভাবে নি। এখন উৎসব কি কোন স্থানে ছিল সেটা না হয় পরেই জানলেন। মাথাটা পুরো থেকলে গেছে। একটু আগে দেখাই পাঁচ জনই জানে লাশের আসল পরিচয়। এরা ছাড়া হঠাৎ কেউ দেখে চিনতেই পারবে না যে এটাই সেই সুবীর। পেছনে সুকু, আদি আর বিজয় ছাড়াও অরন্য ছিল। পরিচয় করিয়ে দেয়, অরন্য হলো উৎসের মামাতো ভাই। এখন ল তে পড়ছে। একটু একটু প্র্যাকটিস করা শুরু করেছে। সুবীর এমন একজন অচেনা মানুষ, মানুষ বলা ভুল হবে, অমানুষ। যে কিনা মুহূর্তের মধ্যেই পাল্টে দেয় পাঁচ জনের জীবন। এ পাঁচজনের জীবনের অভিশাপই বলুন আর আশীর্বাদই বলুন, এই গোপন জীবনের সূত্রপাত সুবীর নামক অমানুষটার মৃত্যু দিয়েই শুরু হয়।
***
সুকু- কি ব্যাপার? মুখ গোমরা করে বসে আছিস কেন!

অহনা- তোর আসার কথা কয়টায়?

ঘড়ির দিকে তাকিয়ে জ্বিভ কাটে সুকু। লেট হয়ে গেছে। সুকান্ত অবশ্য অহনাকে পছন্দ করে। অহনাও কমবেশি জানে। বাট এখনো পর্যন্ত কেউ কাউকে কিছু বলে উঠতে পারেনি। অজুহাত দেওয়ার আগেই অহনা বলে উঠলো, উৎস ‌কি এখনো তোদের সাথেই থাকে?

সুকু- হ্যা একসাথেই তো। যাবে কই? কেন কিছু হয়েছে?

অহনা- আসলে হইছে কি তোদের মধ্যেও একটু আলাদা। মাঝে চিন্তা কষ্ট হয়; এটা কে?

সুকু- হুম কথা ঠিকই বলেছিস। উপমা মারা যাওয়ার পর থেকে একদম একা হয়ে গেছে।

অহনা- হ্যাঁ সেটা তো আছেই। তবে-

সুকু- তবে আবার কি?

অহনা- গতকাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাইক নিয়ে এসে বলে লিফট্ লাগবে কিনা। আমি আশেপাশের লোকজন দেখে না করে দিয়েছিলাম। তো আমার বাস না আসা পর্যন্ত ভালো ভাবেই কথা বলছিল। আমিও দেখলাম একটা সঙ্গী তো মিলল কথা বলার। বাবা মার খোঁজখবরও নিচ্ছিল।

সুকু- তো এতে প্রবলেমের কি আছে?

অহনা- প্রবলেমটা তো ওখানে না রে। প্রবলেমটা হল কথা বলতে বলতে হঠাৎ উঠে গিয়ে আমার পেছনে দাঁড়িয়ে থাকা একটা মাঝ বয়সী লোককে বেদম মার! পুরো বাসস্ট্যান্ড হতভম্ব। লজ্জায় পড়ে গেছিলাম।

সুকু- মানে কি?

অহনা- আমিও বুঝিনি। নিচে ফেলে তলপেটে দুটো লাথি মেরে আমাকে আদেশের স্বরে বাইকে উঠে বসতে বলল। আমিও ভয় পেয়ে উঠে বসলাম। ঠিক সামনে এনে নামিয়ে দিল। পথে একটা কথাও হয়নি। এমনকি আমিও বলিনি যে আমি লাইব্রেরীতে যাব।

পুরো ঘটনাটা শুনে সুকান্ত কতটা চিন্তিত হয়ে গেল।
অহনা- কি হল চুপ করে গেলি যে?

সুকু- না কিছু না। চল ওই দিকটায় ক্যাফেতে যাই। তারপর তোকে বাসায় নামায় দিব।
***
বাজার করে নিয়ে ফেলল বিজয়। ঘরটা অন্ধকার। তার উপর আবার একটা উটকো গন্ধ। নিশ্চয়ই এই হালা আদি আবার রিসার্চ পেপার নিয়ে বসে পড়েছে। অরণ্য এখনো করতে ফেরেনি। নাও আসতে পারে। ওর স্যারের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের আগেই জামাই আদর খাচ্ছে। সুকু মনে হয় ডেটিং এ। উৎস কোথায়? ঘরে নেই। নাহ বরান্দাতেও নেই। আন্ডারগ্রাউন্ড ছবি বিজয়ের কাছে, তাই ওদিকে যাবে না। ছাদে নাকি?
ছাদে উঠতেই খেয়াল করল কার্নিশ এর উপর বসে কি যেন বিরবির করছে উৎস।‌ একটা সিগারেট ধরাতে ধরাতে উৎসের কাছে গিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কিরে এখানে একা একা কি করস?
- আজ উপমার জন্মদিন ছিল রে। (না তাকিয়েই উত্তর দেয় উৎস)

খচ্ করে বুকের মধ্যে একটা ছবি ঢুকে যেতে অনুভব করে বিজয়। হাত থেকে সদ্য ধরানো সিগারেটটা পড়ে যায়। কি বলে সান্তনা দিলে জানা নেই বিজয়ের। শুধু পিঠের উপর দিয়ে কাঁধে হাত দিয়ে ধরে উৎসকে। ঢাকার আকাশ থেকে তারা দেখা যায় না। তাও আকাশ মাঝে তারা খুঁজে চলে উৎস। যেন নিজেকে নিজেই ছেলে ভোলানো কবিতা শোনাচ্ছে। ওই যে উপমা তারা হয়ে দেখছে আমাকে! 

বিজয় বুঝতে পারে তার চোখ ঘোলা হয়ে আসছে। নাহ্ দিনটা সবার জন্য স্পেশাল না। মানুষটাও সবার জন্য স্পেশাল না। তাও সবার ফোনে রিমাইন্ডার বেজে ওঠে। যে যেখানেই থাক হবে ১২টার আগে ফিরে আসে। উৎসকে ঘিরে ধরে রাখে ছাদের এক কোনায়। যেন বলছে, উপমা গেছে, তোকে (উৎসকে) আমরা যেতে দিব না। ওরা সবাই জানে উৎস আজ থেকে নামবে না। আর কেউ জানে ওটা উৎসকে ছেড়ে যাবে না। অজানা কোন মায়া অশ্রুতে গোটা রাত এই শহরের মতোই ঝাপসা হয়ে আসে।

(সিজন ১ সমাপ্ত)
একজন বড় মিথ্যাবাদী, একজন বড় জাদুকরও
Like Reply


Messages In This Thread
Psycho (সাইকো) - by Dead people - 30-09-2022, 05:45 PM
RE: Psycho (সাইকো) - by poka64 - 30-09-2022, 06:30 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 01-10-2022, 12:47 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 01-10-2022, 12:59 PM
RE: Psycho (সাইকো) - by poka64 - 02-10-2022, 06:11 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 02-10-2022, 10:40 PM
RE: Psycho (সাইকো) - by Boti babu - 02-10-2022, 06:30 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 02-10-2022, 09:54 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 04-10-2022, 04:00 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 05-10-2022, 11:54 AM
RE: Psycho (সাইকো) - by WrickSarkar2020 - 05-10-2022, 12:48 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 05-10-2022, 01:34 PM
RE: Psycho (সাইকো) - by Boti babu - 05-10-2022, 08:11 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 06-10-2022, 01:15 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 08-10-2022, 10:06 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 10-10-2022, 08:18 AM
RE: Psycho (সাইকো) - by Dead people - 14-10-2022, 09:38 PM
RE: Psycho (সাইকো) - by Dushtuchele567 - 15-10-2022, 11:20 AM
RE: Psycho (সাইকো) - by Dead people - 15-10-2022, 05:23 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 15-10-2022, 08:55 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 21-10-2022, 09:42 AM
RE: Psycho (সাইকো) - by Dead people - 22-10-2022, 05:46 PM
RE: Psycho (সাইকো) - by Dead people - 28-10-2022, 11:33 AM
RE: Psycho (সাইকো) - by Dead people - 30-10-2022, 02:40 PM



Users browsing this thread: 1 Guest(s)