Thread Rating:
  • 25 Vote(s) - 2.68 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy Come in, এসো! --- রাখাল হাকিম
#22
অম্মৃতা সোফা থেকে উঠে দাঁড়ালো। দু হাত মাথার উপর রেখে হাসতে থাকলো। তারপর, হাসি থামিয়ে বললো, আমাকে কচি খুকী ভাবছো? ভাবছো, তুমি আমাকে যেভাবে বুঝাবে, আমি তেমনটিই বুঝবো? তোমার মা কি স্বর্গ থেকে পুণর্জন্ম নিয়ে এসেছে?
আমি বললাম, পুণর্জন্ম নিয়ে আসেনি। আমার গর্ভধারিনী মা না হলেও, বলতে পারো আমার সৎ মা। তা ছাড়া তুমি কি দেখেছো, আর কি ভাবছো আমি জানিনা। শাহানার গায়ে বাত, তাই গা টা একটু টিপে দিতে বলেছিলো। আমি এর চাইতে বেশী কিছু করিনি। তুমিও আশা করি এর চাইতে বেশী কিছু দেখো নি।
অম্মৃতা টিটকারীর সুরেই বললো, বাবা বা! সৎ মা। আবার নাম ধরেও ডাকা হচ্ছে। খুলা আকাশের নীচে, বাড়ীর উঠানে পুরু পুরি নগ্ন হয়ে তোমাকে গা টিপে দিতে বলেছে। তবে, তোমার সৎ মায়ের বয়সটা বুঝি একটু কম! আমাকে কি রূপকথার গলপো শুনাচ্ছো?
আমি বললাম, রূপকথার কোন গলপো নয়, যা বাস্তব তাই বলছি। শাহানা এক সময় আমার ক্লাশমেইট ছিলো। এইচ, এস, সি, পাশ করার পর বাবার হোটেলে রিসেপসনিষ্ট এর কাজ নিয়েছিলো। তখন শাহানার সাথে বাবার একটা সম্পর্ক হয়ে গিয়েছিলো। তার একটি কন্যা সন্তানও আছে। তুমি যেমনি নিজ কন্যার পিতৃত্বের স্বীকৃতি পাবার আশায় এখানে ছুটে এসেছো, মিমিও এতটা বছর পর, নিজ পিতার স্বীকৃতির জন্যেই এখানে ছুটে এসেছে। রক্তের টানগুলো বুঝি এমনই।
অম্মৃতা খানিকটা শান্ত হলো। আমার চোখে চোখেই তাঁকালো। শান্ত গলাতেই বললো, সবই বুঝলাম। তুমি তো ওই মহিলাকে নিজ মায়ের স্বীকৃতি দিলে। তোমার নিজ কন্যার পিতৃত্বের স্বীকৃতি দেবে কে? নাকি তুমি মারা যাবার পর সুপ্তাও রক্তের গন্ধ খোঁজে খোঁজে বেড়াবে?
অম্মৃতার মাঝে কি আছে জানিনা আমি খুব সহজে এড়িয়ে যেতে পারি না দীর্ঘদিন পর আমি অম্মৃতাকে বুকে জড়িয়ে ধরি তার মিষ্টি ঠোটে একটা চুমু দিয়েই বলি, স্যরি অম্মৃতা, আমার ভুল হয়ে গেছে তোমাকে আগে যেমনটি ভালোবাসতাম, এখনো ঠিক তেমনটিই ভালোবাসি অনেক কষ্ট তোমাকে দিয়েছি, অনেক অত্যাচারও তোমার উপর করেছি আমাকে তুমি ক্ষমা করতে পারো না?
অম্মৃতার মনটাও ভালোবাসার লোভে আবেগে ভরে উঠে। সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, গালটা আমার বুকে চেপে রেখে বলতে থাকে, না খোকা, আমি একটুও কষ্ট পাইনি। সেবার আমিও দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। হাসাপাতালে আমিও মৃত্যুর সাথে লড়াই করেছিলাম। তখন আমারও মনে হয়েছিলো, ওরকম কঠিন একটা শাস্তি আমার প্রাপ্যই ছিলো। তারপরও, তোমার অনাগত সন্তান এর স্বীকৃতি পাবার জন্যে দিন রাত ভগবান এর কাছে শুধু প্রার্থনা করেছি। ভগবান আমার ডাক শুনেছে। সুপ্তারও স্বাভাবিক জন্ম হয়েছে।
আমি অম্মৃতার গাল দুটি চেপে ধরি। আবারো তার ঠোটে একটা চুমু দিয়ে বলি, অম্মৃতা, সত্যিই তুমি একটা অসাধারন মেয়ে। অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমরা কি পারি না আবারো নুতন করে সুন্দর একটা সংসার গড়ে তুলতে?
অম্মুতা আমার বুকে আঙুল খুটতে খুটতে বললো, ওই মহিলা কি সত্যিই তোমার সৎ মা?
আমি বললাম, হ্যা। আমার আজকে কি খুশী যে লাগছে, তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। এক সংগে মাও পেয়েছি, একটি ফুটফুটে বোনও পেয়েছি। পেয়েছি তোমাকে, সেই সাথে পেয়েছি আমার নিজেরও একটি কন্যা। এসো, শাহানার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই।

অম্মৃতাও অনেকটা সহজ হয়ে এলো। হাসি মুখেই বললো, আমি কিন্তু এখন থেকে এই বাড়ীতেই থাকবো। চলো
দীর্ঘদিন পর অম্মৃতাকে কাছে পেয়ে আমি যেনো অন্য এক জগতে হারিয়ে গেলাম যেখানে থাকে শুধু ভালোবাসা আর ভালোবাসা আমার অনেক অনেক ভালোবাসা অম্মৃতাকে ঘিরে সব ভালোবাসা যেনো একটি দিনেই আদায় করে নিতে থাকলাম
Like Reply


Messages In This Thread
RE: Come in, এসো! --- রাখাল হাকিম - by ddey333 - 30-10-2022, 08:22 AM



Users browsing this thread: 3 Guest(s)