28-10-2022, 06:43 PM
(04-09-2022, 11:46 AM)Somnaath Wrote: একজন স্বনামধন্য রেপুটেশন অর্জনকারীর শেষ ১০০ টা রেপুটেশনের মধ্যে ৮৪ টা রেপুটেশন একজন নির্দিষ্ট ব্যক্তি দিয়েছে। এগুলো কি হচ্ছে ফোরামে? প্রহসন? আমরা কি কিছু বুঝিনা? কোনো কোনো লেখক শত ব্যস্ততার মধ্যেও কষ্ট করে লিখে দিনের শেষে একটা রেপুটেশন পায় কিনা সন্দেহ, আর কিছু অসৎ ব্যক্তি ফেক আইডি তৈরি করে নিজের লাইক আর রেপুটেশনের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। একজন পাঠক শুধুমাত্র একজন লেখকের গল্পেই কমেন্ট করে যাচ্ছে, ঝুড়িঝুড়ি লাইক আর রেপুটেশন দিয়ে যাচ্ছে - এসব করে কি লাভ? এগুলো এবার বন্ধ হওয়া দরকার। একজন নিরপেক্ষ বেঙ্গলি মডারেটর নির্বাচন করা হোক (সবার ভোট নিয়ে)। যে ব্যক্তি ওই ফেক আইডিগুলোকে identify করে permanently deactivate করে দেবে।
এই ফোরামের সদস্যদের কাছে আমার অনুরোধ এই কথাগুলো নিছক কথা হিসেবে নেবেন না, এবার একটা শক্ত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
bhalo bolechhen. sei fake reputation orjon karike chihnito kara hok