27-10-2022, 06:25 PM
(27-10-2022, 03:42 PM)Somnaath Wrote: এই পর্বে কি ছিল এবং তার বিশ্লেষণ সবাই করে দিয়েছে। তাই ওটা নিয়ে নতুন করে হেজিয়ে আর লাভ নেই।
তবে আমি সম্পূর্ণ অন্য বিষয়ে একটা কথা বলতে চাই। এই উপন্যাস থেকে সবকিছু তুমি পেয়েছো এবং পেয়ে চলেছ। পাঠকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তোমাকে। একজন পাঠক হিসেবে একটা অনুরোধ করবো, এই উপন্যাসের বাকি পর্বগুলোর মধ্যে একটা রোমান্টিক আবেশ দেখতে চাই, সেই আবেশে ভেসে যেতে চাই আমরা আর out & out থ্রিলিং ব্যাপার স্যাপার তো থাকবেই।
দেখো একটা কথা আজ বলছি .. এই উপন্যাসটি তো বটেই, এছাড়াও এতদিন পর্যন্ত যা কিছু লিখেছি তার শুরু এবং শেষ পুরোটাই আমার আগে থেকে ঠিক করার থাকে। এমনকি মাঝখানে কাহিনীর গতিপ্রকৃতিও পূর্বপরিকল্পিত থাকে। তবে মাঝে বেশ কিছু চরিত্রের নতুন করে অন্তর্ভুক্তি ঘটে আবার প্রয়োজন মতো তাদের ছেঁটে ফেলে দেওয়া হয়। তাই সবিনয়ে এইটুকুই জানাতে পারি তুমি অনুরোধ করো আর না করো, যেটা ঘটার সেটাই ঘটবে আর যেটা ঘটার নয় সেটা ঘটবে না। সঙ্গে থাকো আর পড়তে থাকো।