27-10-2022, 11:53 AM
''হংস মধ্যে বক যথা...'' এইরকম একটি আপ্তবাক্য রয়েছে আমাদের সুক্তিরত্নাবলীতে - অস্যার্থ , বেমানান - নিদারুণ বেমানান । - এখানের আলোচকমন্ডলীর মধ্যে যোগদান তো দূরের কথা , উঁকিঝুকি মারার যোগ্যতাটুকু-ও অর্জন করতে সায়রা আলিকে ঘুরে আসতে হবে আরোও বে-শ কয়েকটি জন্ম । তাই , সংযত থাকাই বিধেয় । - শুধু , অন্য গোলার্ধে প্রায়শই যোগাযোগের সুবাদে আর প্রচুর সাদা-কালো-বাদামি-তামাটে বন্ধুর সাহচর্য - পরোক্ষে এবং প্রত্যক্ষে - আমাকে এই ধারণায় উপনীত করেছে - ''ওরা'' যে কাজটি-ই করে তাতে শতকরা দু'শো ভাগ সঙ্কল্প , প্রতিজ্ঞা , অর্জিত নৈপুণ্য আর আন্তরিকতা ঢেলে দেয় । - এটি দোষগুণের ব্যাপার নয় - বৈশিষ্ট্য । আমাদের রয়েসয়ে গয়ংগচ্ছ ছিদ্রান্বেষণ-সর্বস্ব ( ফাঁকি শব্দটি বড় বিড়ম্বনায় ফেলছে ) মানসিক বৈশিষ্ট্যের যা সম্পূর্ণ বিপরীত । - বোধহয় এই জন্যেই সেই বাক্যটি উচ্চারিত হয় - ''পূর্ব আর পশ্চিম কখনই এক বিন্দুতে মেলে না ।'' - সকলকে সালাম ।