27-10-2022, 11:31 AM
(This post was last modified: 27-10-2022, 11:32 AM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
এই পর্বে অনেকগুলো দিক নির্দেশ দেখানো হয়েছে, যদিও তার মধ্যে কিছু পজেটিভ আবার কিছু নেগেটিভ। অপূর্ব আর তার মায়ের যে একটা হিল্লে হয়ে গেল, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মৌমিতার মৃত্যু expect করিনি। তাও আবার এইরকম মর্মান্তিক আর ভয়ঙ্কর ভাবে - ভবিষ্যতে নিশ্চয়ই এর কারণ খোলসা করা হবে। তবে আমি মনে করি মৃত্যুটা ভয়াবহ হলেও অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে এতদিন survive করার শাস্তি সে পেয়েছে। সন্দীপের entry আর তারপর পরিস্থিতির জন্য পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাওয়া - এটা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছো।
সবশেষে বলতেই হবে তোমার ব্যবহারিত কিছু রূপক আর বর্ণনার কথা আর সেই সঙ্গে প্রচ্ছদ। যেগুলো এক কথায় অনবদ্য। তুমি যে সেরা সেরা - সেটা আবার প্রমাণ করলে।
সবশেষে বলতেই হবে তোমার ব্যবহারিত কিছু রূপক আর বর্ণনার কথা আর সেই সঙ্গে প্রচ্ছদ। যেগুলো এক কথায় অনবদ্য। তুমি যে সেরা সেরা - সেটা আবার প্রমাণ করলে।