27-10-2022, 09:48 AM
(27-10-2022, 01:05 AM)nextpage Wrote: আজকের পর্ব নিয়ে বেশি কিছু বলবো না।
শুরুর দিকে কথা গুলো বুকে লেগেছে। আমাদের চিন্তা চেতনে মননে আঘাত দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা সত্যিই কোথায় আছি ভিতরে কি ভাবি আর বাইরে কি দেথাই।
মৌমিতার পালাও শেষ হলো কিন্তু এতটা বিভৎস হবার কি কথা ছিল?? ওকে তো পুতুলের মতই নাচিয়ে যাচ্ছিলো হয়তো সামনে এটারও জট খুলবে।
গোগোলের বন্ধু সন্দ্বীপ ফিরে এসেছে,
কিন্তু সে কি হিয়ার জীবনেও চলে এলো কি? এমনটা হলে যে খুব কষ্ট পাবো।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ তারপর শুধু এটুকুই বলবো .. সময়ের কাজ সময় না করলে এক সময় দেখা যায় সময় নিজেই তাকে দিয়ে সেই কাজ করিয়ে নিচ্ছে .. আর তখন সেটা সব ক্ষেত্রেই যে সুখকর হয়, তা কিন্তু নয়।