27-10-2022, 01:05 AM
আজকের পর্ব নিয়ে বেশি কিছু বলবো না।
শুরুর দিকে কথা গুলো বুকে লেগেছে। আমাদের চিন্তা চেতনে মননে আঘাত দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা সত্যিই কোথায় আছি ভিতরে কি ভাবি আর বাইরে কি দেথাই।
মৌমিতার পালাও শেষ হলো কিন্তু এতটা বিভৎস হবার কি কথা ছিল?? ওকে তো পুতুলের মতই নাচিয়ে যাচ্ছিলো হয়তো সামনে এটারও জট খুলবে।
গোগোলের বন্ধু সন্দ্বীপ ফিরে এসেছে,
কিন্তু সে কি হিয়ার জীবনেও চলে এলো কি? এমনটা হলে যে খুব কষ্ট পাবো।
শুরুর দিকে কথা গুলো বুকে লেগেছে। আমাদের চিন্তা চেতনে মননে আঘাত দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা সত্যিই কোথায় আছি ভিতরে কি ভাবি আর বাইরে কি দেথাই।
মৌমিতার পালাও শেষ হলো কিন্তু এতটা বিভৎস হবার কি কথা ছিল?? ওকে তো পুতুলের মতই নাচিয়ে যাচ্ছিলো হয়তো সামনে এটারও জট খুলবে।
গোগোলের বন্ধু সন্দ্বীপ ফিরে এসেছে,
কিন্তু সে কি হিয়ার জীবনেও চলে এলো কি? এমনটা হলে যে খুব কষ্ট পাবো।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।