26-10-2022, 11:02 PM
(26-10-2022, 09:06 PM)Bumba_1 Wrote:
•• অন্তিম পর্বের সূচনা ••
কিন্তু আজ দৈনিক জাগরণের তিন নম্বর পাতায় খবরটা দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। 'হাইওয়ের ধারে পেট্রোল পাম্পের পিছন দিকে যে বাঁশ বাগানটা আছে, সেখানে এক আঠাশ বর্ষীয় যুবতীর সম্পূর্ণ নগ্ন, ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহটি দেখে স্থানীয় ব্যক্তিরা সনাক্ত করতে না পারলেও, পুলিশ তাদের পুরনো রেকর্ড ঘেঁটে ডেড বডিটাকে আইডেন্টিফাই করেছে। মৃতদেহটি বছর আটেক আগে মিউনিসিপাল হাসপাতালের নার্স স্বপ্না দাস মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট তার মেয়ে মৌমিতা দাসের .. যে তার মায়ের মৃত্যুর পর থেকেই নিখোঁজ ছিলো। বিশেষ উল্লেখযোগ্য .. যুবতীটি গর্ভবতী ছিল এবং দেহের অন্যান্য ক্ষত চিহ্নের মধ্যে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেটা হলো, মহিলাটির স্তনবৃন্ত দুটি ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছিল।' খবরটা পড়েই কিরকম যেন একটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল গোগোল।
ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেনলাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন
ভয়ংকর বর্ণনা। এই সংবাদ খানা দেখিনি যদিও