25-10-2022, 08:20 PM
(৮)
জীবন হয়ত মানুষের এমনই হয়।জীবনে একাকিত্ব ছাড়া আমার কিছুই ছিল না আর এখন সবকিছু আছে।ভালবাসার একজন মানুষ রুপালি আর স্নেহের একজন মানুষ আমার মেয়ে মালা।
এমবিএ পাশ করে একটা প্রাইভেট কম্পানিতে চাকরি পাই।রুপালিও নিজের চাকরি করে গেছে।বিয়ের পর আমরা কলকাতা চলে আসি।রুপালির জমানো টাকা দিয়ে আমরা একটা প্লেট নিই।তারপর দুই বছর পর আমাদের একটা মেয়ে হয়।রুপালির মা রুপালির খবর নিত।যখন শুনলেন যে রুপালির একটা মেয়ে হয়েছে তখন উনি দেখতে আসেন।আমি আশ্চর্য হয়ে গেছিলাম রুপালির বাবাকেও দেখে।উনিই আমার মেয়ের নাম রাখেন।
এখন আমি কম্পানির একজন ম্যানেজার আর রুপালিও ইউনিভার্সিটির এডমিনিস্ট্রেটিভ হয়ে গেছে।আমরা আর্থিক দিক দিয়ে এখন ভালোই আছি।আমরা প্রত্যেক পূজোতে আমাদের গ্রামে আমাদের বাড়িতে যাই। মালাও খুব পছন্দ করে সেখানে যেতে।
হয়ত একজন মানুষের সুন্দর জীবন এটাইকে বলে।একটা স্বাভাবিক জীবন।
{সমাপ্ত}
মনের কথা: ভেবেছিলাম এই গল্পটা অনেক বড় করব কিন্তু আমার আবার বেশি কমেন্টস না পেলে লেখার ইচ্ছা জাগে না।তাই এখানেই শেষ করে দিলাম।দুঃখিত বেশি কিছু দিতে পারলাম না।
জীবন হয়ত মানুষের এমনই হয়।জীবনে একাকিত্ব ছাড়া আমার কিছুই ছিল না আর এখন সবকিছু আছে।ভালবাসার একজন মানুষ রুপালি আর স্নেহের একজন মানুষ আমার মেয়ে মালা।
এমবিএ পাশ করে একটা প্রাইভেট কম্পানিতে চাকরি পাই।রুপালিও নিজের চাকরি করে গেছে।বিয়ের পর আমরা কলকাতা চলে আসি।রুপালির জমানো টাকা দিয়ে আমরা একটা প্লেট নিই।তারপর দুই বছর পর আমাদের একটা মেয়ে হয়।রুপালির মা রুপালির খবর নিত।যখন শুনলেন যে রুপালির একটা মেয়ে হয়েছে তখন উনি দেখতে আসেন।আমি আশ্চর্য হয়ে গেছিলাম রুপালির বাবাকেও দেখে।উনিই আমার মেয়ের নাম রাখেন।
এখন আমি কম্পানির একজন ম্যানেজার আর রুপালিও ইউনিভার্সিটির এডমিনিস্ট্রেটিভ হয়ে গেছে।আমরা আর্থিক দিক দিয়ে এখন ভালোই আছি।আমরা প্রত্যেক পূজোতে আমাদের গ্রামে আমাদের বাড়িতে যাই। মালাও খুব পছন্দ করে সেখানে যেতে।
হয়ত একজন মানুষের সুন্দর জীবন এটাইকে বলে।একটা স্বাভাবিক জীবন।
{সমাপ্ত}
মনের কথা: ভেবেছিলাম এই গল্পটা অনেক বড় করব কিন্তু আমার আবার বেশি কমেন্টস না পেলে লেখার ইচ্ছা জাগে না।তাই এখানেই শেষ করে দিলাম।দুঃখিত বেশি কিছু দিতে পারলাম না।