25-10-2022, 06:56 PM
(25-10-2022, 03:50 PM)Bumba_1 Wrote:
পিকাসো বাইরে বেরোনোর সময় তাঁর প্রথম বান্ধবী ফের্নান্দ ওলিভিয়েকে তাঁদের আটবছরের সহবাসকালে তালা বন্ধ করে রেখে যেতেন । অসম্ভব ঈর্ষাপরায়ণ পিকাসো অবশ্য তালাবন্দী বান্ধবীর জন্য চা- বই গুছিয়ে রেখেই যেতেন। ওলিভিয়ে যে পিকাসোকে নিয়ে বই লিখেছেন সেটি পিকাসো আটকানোর অনেক চেষ্টা করেছিলেন বটে, কিন্ত পারেননি।
বাকিটা জানতে পড়তে হবে মেঘের পরে রোদমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
আগামীকাল রাতে নিয়ে আসছি অন্তিম পর্বের প্রথম আপডেট
microdiscectomy অপারেশন হওয়ার পর থেকে মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আধুনিক যুগের মধ্যে প্রাচীন যুগের কথা এলো কোথা থেকে? এখানে পিকাসো কি করছে আর তার বান্ধবীই বা কি করছে?