25-10-2022, 04:26 PM
(25-10-2022, 04:01 PM)Baban Wrote: আমরা যদি গুন বা যোগ্যতা থেকে সেই মানুষটাকে বা যেকোনো মানুষকে পুরুষ নারী বিভেদ ভুলে আলাদা করে উলঙ্গ চোখে তাকে দেখি তাহলে অনেক সময়ই দেখবো এক অন্য মানুষ ক্রুদ্ধ নজরে আমাদেরই দেখছে। যে আঁকতে জানেনা, যে পড়তে জানেনা, সে লিখতে জানেনা, যে বলতে জানেনা। সে শুধুই জানে অন্ধকারে লুকিয়ে নিজেকে নিয়ে খেলতে, যে জানে নিজের সবচেয়ে কাছের খেলনাটাকে লুকিয়ে রাখতে, যে জানে খেলনাটাকে অনেক সময় খুলে ভেতরে দেখতে। তা সে অনেক ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়ানো মানুষটাই হোক না কেন।
একদমই তাই