25-10-2022, 03:50 PM
পিকাসো বাইরে বেরোনোর সময় তাঁর প্রথম বান্ধবী ফের্নান্দ ওলিভিয়েকে তাঁদের আটবছরের সহবাসকালে তালা বন্ধ করে রেখে যেতেন । অসম্ভব ঈর্ষাপরায়ণ পিকাসো অবশ্য তালাবন্দী বান্ধবীর জন্য চা- বই গুছিয়ে রেখেই যেতেন। ওলিভিয়ে যে পিকাসোকে নিয়ে বই লিখেছেন সেটি পিকাসো আটকানোর অনেক চেষ্টা করেছিলেন বটে, কিন্ত পারেননি।
বাকিটা জানতে পড়তে হবে মেঘের পরে রোদ
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
আগামীকাল রাতে নিয়ে আসছি অন্তিম পর্বের প্রথম আপডেট