25-10-2022, 08:30 AM
রুপালি ম্যাডাম,
জানি না কিভাবে লেখা শুরু করব।আমি প্রথামবার কাউকে চিঠি লিখছি।যেদিন প্রথাম আমি আপনাকে দেখি আমি আপনার প্রেমে পড়ে যাই।আপনি নাকি রাগি তা জানার পর থেকে চুপিচুপি ভালোবেসে চলি।জানি আপনি অনেক বড় লোকের মেয়ে কিন্তু কি করব মন মানে না।আজ যখন আমার বন্ধু বলল যে দেরি করলে নাকি পাখি উড়ে যাবে তাই আপনাকে প্রফোজ করছি।
বুধিরাম সরকার/বুধো
পাক্কা ১ ঘন্টা লেগে গেছে এইটুকু লিখতে।আমি কাগজটা নিয়ে বাইরে আসলাম।শেষ ক্লাস বাকি ছিল।আমি কাগজটা জেব এ রাখি।কোন রকমে ক্লাস শেষ করি।আমি ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম।৩০ মিনিট পর ম্যাডাম আসলেন।আমি সাহস করে ম্যাডামের সামনে গিয়ে দাড়াই।ম্যাডাম আমার চোখের দিকে তাকিয়ে বলেন।
- কিছু বলবে?
আমি আমতা আমতা করে বললাম।
- না মানে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল।
ম্যাডাম ভুরি কুচকে বললেন।
- কি?
আমি পটাপট কাগজটা বের করে উনার হাতে দি আর এক দৌড়ে রাস্তায়।আমি কিভাবে হোস্টেলে আসলাম নিজেই জানি না।মনে হয় জীবনে যদি চরম সাহস দেখানোর কথা আসে তাহলে এটাই আমার চরম সাহস।এভার ম্যাডাম কাল কি করেন কে জানে।যা হবার হবে।শুধু একটা থাপ্পড় ই ত খাব আর বেশি কি।
জানি না কিভাবে লেখা শুরু করব।আমি প্রথামবার কাউকে চিঠি লিখছি।যেদিন প্রথাম আমি আপনাকে দেখি আমি আপনার প্রেমে পড়ে যাই।আপনি নাকি রাগি তা জানার পর থেকে চুপিচুপি ভালোবেসে চলি।জানি আপনি অনেক বড় লোকের মেয়ে কিন্তু কি করব মন মানে না।আজ যখন আমার বন্ধু বলল যে দেরি করলে নাকি পাখি উড়ে যাবে তাই আপনাকে প্রফোজ করছি।
বুধিরাম সরকার/বুধো
পাক্কা ১ ঘন্টা লেগে গেছে এইটুকু লিখতে।আমি কাগজটা নিয়ে বাইরে আসলাম।শেষ ক্লাস বাকি ছিল।আমি কাগজটা জেব এ রাখি।কোন রকমে ক্লাস শেষ করি।আমি ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম।৩০ মিনিট পর ম্যাডাম আসলেন।আমি সাহস করে ম্যাডামের সামনে গিয়ে দাড়াই।ম্যাডাম আমার চোখের দিকে তাকিয়ে বলেন।
- কিছু বলবে?
আমি আমতা আমতা করে বললাম।
- না মানে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল।
ম্যাডাম ভুরি কুচকে বললেন।
- কি?
আমি পটাপট কাগজটা বের করে উনার হাতে দি আর এক দৌড়ে রাস্তায়।আমি কিভাবে হোস্টেলে আসলাম নিজেই জানি না।মনে হয় জীবনে যদি চরম সাহস দেখানোর কথা আসে তাহলে এটাই আমার চরম সাহস।এভার ম্যাডাম কাল কি করেন কে জানে।যা হবার হবে।শুধু একটা থাপ্পড় ই ত খাব আর বেশি কি।