23-10-2022, 05:25 PM
(23-10-2022, 08:41 AM)anangadevrasatirtha Wrote: আপনি সঠিক বিচ্যূতি ধরেছেন। ধন্যবাদ।
আমি 'যুগ' শব্দটাকে তার প্রত্যক্ষ করতে ব্যবহার করিনি; যদিও তাই করা উচিত ছিল।
আমি মুখ বলতে, সাধারণার্থে 'অনেকদিন/ বহুকাল ' বোঝাতে চেয়েছিলাম।
তাই হোক, ভুলটা মূল লেখায় শুধরে নেব।
তবে লেখাটিকে তাড়াহুড়ো করে শেষ করিনি। যেখানে শেষ হওয়ার কথা, সেখানেই থামিয়েছি।
Nude art থেকে সঙ্গম-দৃশ্য, ছবি আঁকার জগতে সমাজ-স্বীকৃত। সিনেমার কিছু bold দৃশ্য, parallel porn videos - এ সবও সমাজে চালু আছে ভালোই।
কেবলমাত্র যৌনতাকে কেন্দ্র করে, অপশব্দ ব্যবহার করে লেখা এমন সিরিয়াস যৌন-সাহিত্যই এখনও সমাজে ব্রাত্য, অনাদৃত।
এই রকম কিছু forum-এ নিজের নাম ভাঁড়িয়ে, প্রায় নিষিদ্ধ কোনও অপরাধের মতো, এ সব লেখা post করতে বাধ্য হই।
নিজের মনের কাছে পরিষ্কার হলেও, আমি সামাজিক ও পারিবারিক জীব। মূলস্রোতকে অগ্রাহ্য করবার বিপুল ক্ষমতা আমার নেই।
তাই আপনার/ আপনাদের কাছে অনুরোধ, এই জাতীয় দীর্ঘ লেখার ত্রুটি-বিচ্যূতি নির্ণয়ের পাশাপাশি, কিছু দীর্ঘ ও বিশ্লষণধর্মী সামালোচনা commet-এ add করলে, আমার মতো কলমকাররা ঋদ্ধ ও উৎসাহিত হবেন।
ধন্যবাদ।
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
আপনার লেখার আমি এক গুণমুগ্ধ পাঠক। আমার ব্যক্তিগত ধারণা, আপনার লেখার যা ক্ষমতা তা এখানের কেন, মূল সাহিত্যেও খুবই হাতে গোনা লেখক লেখিকার আছে তেমন রচনার।
এ লেখাটা ভাল, তবে সেই উঁচুমানের লাগল না আমার কাছে। আপনার আগের লেখা আমার অনেক বেশি ভাল লেগেছে। কোনগুলো - উদাহরণ অনেক আছে।
মানুষের মস্তিষ্ক এমন ভাবে তৈরি যে ত্রুটি বিচ্যুতি প্রথমেই চোখে পড়ে। আমি একটু সংকুচিত এই পাবলিক ফোরামে সেগুলোর প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার। পিএমটাই বোধহয় বেশি ভাল হবে।
ত্রুটি বিচ্যুতি মূলতঃ স্ট্রাকচারাল।
এই গল্পে ভাল লেগেছে নারীকে উপস্থাপন করেছেন সমহিমায় - যা ভারতবর্ষে চিরকালের বৈশিষ্ট্য ছিল। বিগত একহাজার বছর যা আমরা ভুলে গিয়েছি।