23-10-2022, 10:31 AM
(21-10-2022, 12:43 PM)Baban Wrote:পড়ে জানাবেন। আশা করি ভালো লাগবে।
বেশ। তাহলে লিখবো না হয় একটা ভূত চতুর্দশী স্পেশাল ছোট গল্প। আসলে কি বলুনতো ভুতের গল্প লেখার সময় আমি একটা জিনিস মাথায় রাখি যে সেটা যেন বেশি নাটকীয় না হয়ে যায়। ওই লম্বা লম্বা পা ফেলে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মাছ তুলে খাচ্ছে.... এগুলো শুনতে হেবি লাগলেও নিজে লিখতে গেলে কেমন কেমন লাগে
ইরোটিক হরর এর ক্ষেত্রে সেটা আলাদা। বেশ রসিয়ে অলৌকিক নানান মুহূর্ত লেখা যায়, লিখেওছি। কিন্তু নন- ইরোটিকের ব্যাপারটা ভিন্ন।
তাই আমার ভয় গল্পে বা যেটা লিখবো সেটাতেও এই ব্যাপারটা লক্ষ রেখেছি ও রাখবো যে ভারসাম্য যেন বজায় থাকে। আপনি, পাপাই আরও দু তিনজন আমায় বলেছে যে কিছু ভৌতিক লিখতে। তাই একটা এক পর্বের ছোট্ট গল্প লিখবো না হয়।
হ্যাঁ একদম। ভুতুড়ে গল্প লিখতে লিখতে বিচি শুকিয়ে যায়। আর এরোটিক গল্প লিখলে কি হয় আর বললাম না। আর এই দুটোর কম্বিনেশন আপনিই ভালো বুঝবেন। কারণ এতে আপনি বিশেষ পারদর্শী।