23-10-2022, 08:41 AM
(This post was last modified: 23-10-2022, 08:43 AM by anangadevrasatirtha. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-10-2022, 07:26 PM)bidur Wrote: ও, একটু ভুল বলেছি। ঘটনার শুরুতে লেখকের বয়স ৩৪। রূপার ২ বছর বিয়ে হয়েছে তখন। কলেজে পড়তো। তাহলে ২৪-২৫ এর বেশি হবে না। এক যুগ পরে লেখকে বয়স ৪৫-৪৬। বুড়ো নন।
যদি দুযুগ ধরি তাহলেও ৬০ এর নিচে। রূপা ৫০ এর নিচে। ওদের ছেলের বয়স ২৩।
আপনি সঠিক বিচ্যূতি ধরেছেন। ধন্যবাদ।
আমি 'যুগ' শব্দটাকে তার প্রত্যক্ষ করতে ব্যবহার করিনি; যদিও তাই করা উচিত ছিল।
আমি মুখ বলতে, সাধারণার্থে 'অনেকদিন/ বহুকাল ' বোঝাতে চেয়েছিলাম।
তাই হোক, ভুলটা মূল লেখায় শুধরে নেব।
তবে লেখাটিকে তাড়াহুড়ো করে শেষ করিনি। যেখানে শেষ হওয়ার কথা, সেখানেই থামিয়েছি।
Nude art থেকে সঙ্গম-দৃশ্য, ছবি আঁকার জগতে সমাজ-স্বীকৃত। সিনেমার কিছু bold দৃশ্য, parallel porn videos - এ সবও সমাজে চালু আছে ভালোই।
কেবলমাত্র যৌনতাকে কেন্দ্র করে, অপশব্দ ব্যবহার করে লেখা এমন সিরিয়াস যৌন-সাহিত্যই এখনও সমাজে ব্রাত্য, অনাদৃত।
এই রকম কিছু forum-এ নিজের নাম ভাঁড়িয়ে, প্রায় নিষিদ্ধ কোনও অপরাধের মতো, এ সব লেখা post করতে বাধ্য হই।
নিজের মনের কাছে পরিষ্কার হলেও, আমি সামাজিক ও পারিবারিক জীব। মূলস্রোতকে অগ্রাহ্য করবার বিপুল ক্ষমতা আমার নেই।
তাই আপনার/ আপনাদের কাছে অনুরোধ, এই জাতীয় দীর্ঘ লেখার ত্রুটি-বিচ্যূতি নির্ণয়ের পাশাপাশি, কিছু দীর্ঘ ও বিশ্লষণধর্মী সামালোচনা commet-এ add করলে, আমার মতো কলমকাররা ঋদ্ধ ও উৎসাহিত হবেন।
ধন্যবাদ।
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।