22-10-2022, 06:14 PM
একদম সরাসরি গল্প ! কোনো ভণিতা নেই, নেই কোনো অহেতুক আলোচনা। এই ধরনের উপস্থাপনা শুধু কামদেভ দাদাই করে থাকেন। যার কারনে ওনার গল্প পড়ে বেশ মজা পাই। যদিও এটি কামদেভ দাদার লেখা কোনো গল্প নয়, তথাপিও বর্ণনা খুবই ভালো লেগেছে। গল্পটি অনেক দিকেই ঘুরানো যেতো। যেতো আনুসাঙ্গিক অনেক কিছুর ব্যখ্যা দেয়াও। সেটি করলে একেবারে মন্দ হতো যে সেরকম নয়, তবে ওদিকে যাবার ধার না ধারার যে প্রয়াস গল্পকার করেছেন তাতে গল্পটি আরো বেশী বাস্তবসম্মত হয়েছে। বিশেষ করে শেষের ধাপটি ছিলো খুবই চমৎকার। যদিও ইনসেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই ধরনের উপস্থাপনা হলে সেটি আমার কাছেও বেশ উপভোগ্য লাগে। বেশ আয়েশ করে এই ছোট গল্পটি পড়লাম।
মূল লেখককে চমৎকার একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে জন দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য...
মূল লেখককে চমৎকার একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে জন দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য...