22-10-2022, 12:04 PM
এইরকম একটা পটভূমিতে লেখা গল্প এর আগে পড়েছি কিনা মনে করতে পারছি না।ঘটনার বিন্যাস এবং কথকের বিশ্লেষণী ক্ষমতা আমার দারুণ লাগছে।ক্লাস সেভেনের একটা ছেলের পক্ষে যদিও বিষয়টা বর্ণনা করা অনেকের কাছে অতিরঞ্জিত মনেহয়েছে,তবুও বলবো বাংলা সিরিয়ালের আজগুবি চিন্তাভাবনার থেকে আপনার লেখা যথেষ্টই শক্তিশালী। লাইক আর রেপু দিলাম। ভালো থাকবেন।