22-10-2022, 10:48 AM
(21-10-2022, 11:18 AM)Bumba_1 Wrote:
এই ধরনের মন্তব্য পেলে আমাদের মতো অতি সামান্য লেখকদের পক্ষে ভালো কিছু লেখার চ্যালেঞ্জটা হাজারগুন বেড়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ
তবে আমার শুধু একটা কথাই মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা প্রকৃতপক্ষে অন্যায় করলো। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক শক্তি নিক্ষেপণের জন্য তখন তো বিপুল পরিমাণে যা ক্ষতি হয়েছিল সেটা তো অনস্বীকার্য। কিন্তু এখনো এত বছর পর সেখানে বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, প্রতি ঘরে ঘরে এখনো ক্যান্সার হচ্ছে। তারা হয়ে গেলো মিত্র-শক্তি। বাহ্ কি সুন্দর নাম .. মিত্র-শক্তি যেখানে ছিল ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের মতো দেশ, পরে রাশিয়া যোগ দিয়েছিল। আর যারা প্রকৃত সংগ্রাম করলো তারা হয়ে গেলো অক্ষ-শক্তি। যুদ্ধ শেষে সেই অক্ষ-শক্তি পরাজিত হলো বলে তাদের দেশ-নায়কদের মৃত্যুদণ্ড দেয়া হলো। আর যারা ফেরার হয়ে গেলেন তাদের ওয়ার ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হলো .. আজীবনের জন্য। আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দেশনায়ক সুভাষচন্দ্র বসু তাদের মধ্যেই একজন।
মার্জনা করবেন অনেক আজেবাজে কথা বলে ফেললাম।
সাহাবজী , '' রক্তমাখা অস্ত্র হাতে যতো রক্ত-আঁখি ... শিশুপাঠ্য কাহিনীতে .....'' - বিশ্ব ইতিহাসের অলিখিত রীতি এবং নীতি-ই হলো - '' যো জিতা ওহি সিকান্দার...'' - অলমিতি..... সালাম জী ।