21-10-2022, 10:43 PM
অনেক রকমের ভুল রয়েছে। তা হলেও এই গল্পটা সর্বকালের সেরা চতটি গল্প গুলোর মধ্যে একটা। এরম গল্প আর পড়িনি। এডভেঞ্চার আর টুইস্ট মিলে এক অদ্ভুত ধারার গল্প। এরম ধরনের গল্প আর পড়ি নি। লেখক আবার ফিরে আসুন ঠিক এই অদ্ভুত জনারের অন্য কোন গল্প নিয়ে। সত্যি গসিপ কে খুব মিস করি।