21-10-2022, 08:02 PM
(21-10-2022, 07:41 PM)biplobpal Wrote: eto sesher kobitai holo. dujone dui alada barite thakbe.
একেবারেই শেষের কবিতা। শুধু উদ্ধৃতিই নয়। তাদের ভিন্ন বাড়িতে থাকাটাও। অমিত ও লাবণ্য থাকবে দুটি ভিন্ন বাড়িতে - দীপক ও মানসী।
"তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে।’
‘দীপক।’
‘ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দীপ আমার বাড়ির চুড়োয় বসিয়ে দেব, মিলনের সন্ধেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কোলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। এমন হওয়া চাই, সে চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে আটটার মধ্যে যদি না পাই তবে হতবিধিকে অভিসম্পাত দিয়ে বারট্রাণ্ড, রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে, অনাহুত তোমার বাড়িতে কোনোমতেই যেতে পারব না।'
'আর তোমার বাড়িতে আমি?'