21-10-2022, 07:51 PM
(21-10-2022, 07:45 PM)Baban Wrote: বেশ কয়েকটা প্রেমের বা বলা উচিত ভালোবাসার গল্প পড়েছি। কিন্তু এমন ভালোবাসার গল্প এই প্রথম পড়লাম। কি লিখলেন দাদা এটা!! সত্যি বলছি শুরুর অংশ পড়ে ভাবছিলাম শুধুই এক অবৈধ মিলনের ও সুখ প্রাপ্তির গল্প হবে যেটা আপনার লেখার গুনে আলাদা মাত্রা পাবে। কিন্তু যত এগিয়েছে ততো বুঝেছি শুধুই আপনার লেখার গুন নয়, গল্প নিজের গুনেই বহুদূর পার করে মগজের ভিতর ঢুকে ঠিক ভুল জীবন মৃত্যু বেগ আবেগ চাওয়া পাওয়া লোভ লালসা সুখ দুঃখ সব কিছুর প্রকান্ড সত্যটা চোখের সামনে ওই ভাবে তুলে ধরবে। শিক্ষা শুধুই পুস্তক থেকে পাওয়া যায়না, জীবন সংগ্রামে লড়তে লড়তে যে যে ক্ষত গুলো মানুষ পায় তার থেকে বড়ো শিক্ষা বোধহয় আর কিছুই হতে পারেনা।
আর শেষের পেয়েও না পাওয়া আবার না পেয়েও সম্পূর্ণ রূপে এক হয়ে যাবার সুখ দুঃখের মিশ্রণ যেভাবে ফুটিয়ে তুললেন দাদা স্যালুট!!♥️♥️♥️
অনেক চিপকুর ও অন্যান্য গল্প পেয়েছি ও পাবোও কিন্তু এটা আপনার লেখা অন্যতম সেরা সৃষ্টি হয়ে রইলো।
অপূর্ব বললেন বাবান দা