21-10-2022, 07:19 PM
তাড়াহুড়ো করে শেষ করলেন দাদা? তাই কিছু ক্রনোলজিক্যাল বিচ্যুতি দেখলাম। এক যুগ মাগে ১২ বছর। এক যুগ আগে মাসি মারা গেছেন। মানে লেখকের ছেলের বয়স ১১ বছরের বেশি হবে না। লেখক তখন ধরে নিচ্ছি ৪৫। এখন বড়জোর ৫৭-৬০। রূপা তখন যদি ২৭ - তো এখন ৪০র দিকে।