21-10-2022, 11:26 AM
(This post was last modified: 21-10-2022, 11:27 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-10-2022, 10:12 AM)Sanjay Sen Wrote: আমি ঠিক অভদ্র বলতে চাইনি, আমি বলতে চেয়েছি ওই মহিলা বেশ খোলামেলা এবং open minded, এছাড়াও উনার সম্বন্ধে নানারকম কথা কানে আসে, আরে আমি তো ওদের পাড়াতেই থাকি। কিন্তু আমাদের বুম্বা ওকে সতীলক্ষ্মী বানিয়ে রেখেছে। Instagram ID শেয়ার করাটা বোধহয় উচিত হবে না, তবে চাইলে ছবি দেখাতে পারি।
এর মধ্যে কোনোটাই করা ঠিক হবে না, একজন মহিলার (সে যদি সেলিব্রিটি হয় তাহলে আলাদা কথা) পারমিশন ছাড়া, তার ছবি অন্য কাউকে দেখানো উচিত নয়। আর আমার কাউকে সতীলক্ষ্মী বানিয়ে রাখার কোনো দায় নেই। যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি।
point to be noted .. নাগপাশ উপন্যাসে আমি যা লিখেছি বা যা শেয়ার করেছি সব নন্দিনী ম্যাডামের পারমিশন নিয়ে কারণ, ওনার প্রচুর ছবি অলরেডি পাবলিক হয়ে গিয়েছিল।
(21-10-2022, 10:17 AM)Sanjay Sen Wrote: কিছু বলার নেই ভাই, sex sequence নিয়ে কোনো বিশ্লেষণে যেতে চাই না, কারণ ওই ব্যাপারে তুমি সিদ্ধহস্ত। শেষের twist টা অসাধারণ ছিল, এটাই তো থ্রিলার গল্পের বৈশিষ্ট্য। ভোর-রাতে আসলে কি হয়েছিল, কে এসেছিল, এই ব্যাপারে বর্ণালী আদৌ কিছু জানে কিনা? এইসব কিছু শোনার এবং জানার জন্য মুখিয়ে আছি, keep it up bro
অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তুমি যা জানতে চাইছো সব জানতে পারবে .. ক্রমশ প্রকাশ্য।