21-10-2022, 11:18 AM
(21-10-2022, 09:32 AM)sairaali111 Wrote:২য় বিশ্বযুদ্ধ চলাকালীন অক্ষ-শক্তির এক তাবড় তাত্ত্বিক বলেছিলেন - মিথ্যেটাকে বারেবারে বারেবারে বললে সেটি এক সময় সত্য রূপেই প্রতিভাত হয় । - সেই ফর্মুলায় ''সত্যি''টাকেও বারংবার উচ্চারণের 'গণতান্ত্রিক' স্বাধীনতা অবশ্যই থেকে যায় । - আগেও বলেছি , পুনরুক্তি করছি - এ লেখা , নির্দ্বিধ , আরভিং ওয়ালেস , হেনরি মিলার বা জ্যাকি সুশানজীর সমগোত্রীয় । - না , এটি অবশ্যই , গোয়েবলসীয় উচ্চারন নয় । - সালাম ।
এই ধরনের মন্তব্য পেলে আমাদের মতো অতি সামান্য লেখকদের পক্ষে ভালো কিছু লেখার চ্যালেঞ্জটা হাজারগুন বেড়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ

তবে আমার শুধু একটা কথাই মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা প্রকৃতপক্ষে অন্যায় করলো। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক শক্তি নিক্ষেপণের জন্য তখন তো বিপুল পরিমাণে যা ক্ষতি হয়েছিল সেটা তো অনস্বীকার্য। কিন্তু এখনো এত বছর পর সেখানে বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, প্রতি ঘরে ঘরে এখনো ক্যান্সার হচ্ছে। তারা হয়ে গেলো মিত্র-শক্তি। বাহ্ কি সুন্দর নাম .. মিত্র-শক্তি

মার্জনা করবেন
