21-10-2022, 09:14 AM
(21-10-2022, 01:48 AM)Boti babu Wrote: একি একি গত পর্বে আগুন জ্বালিয়ে দিয়েছো আর এবারতো পুড়াই পাগল বানিয়ে দিলে, শেষে এসে যে চমক দিলে তা অতুলনীয় একদম ভাষা নেই কিসের সাথে তুলনা করবো তোমার তুলানা শুধু তুমি নিজে।
তুমি যে ভাবে প্রতিবার এমন খেলা দেখাও তা নিয়ে আলোচনা করা এখন বৃথা হয়ে গেছে দাদা। শুধু একটা কথা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটা উত্তেজক পর্ব আপলোড করার জন্য , লাইক রেপু এন্ড কমেন্ট এডেড দাদা।
ভালো থাকুন। সুস্থ থাকুন আর আমাদের এভাবেই আনন্দ দিয়ে জান।
এখন আস্তে আস্তে weather change হচ্ছে, তাই মাঝেমধ্যে একটু আগুন লাগা ভালো .. jokes apart তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। সঙ্গে থাকো আর পড়তে থাকো।