21-10-2022, 04:22 AM
নিঃসন্দেহে, গল্পটা খুব ভালো হচ্ছে. কিন্তু গল্পের ভিতের এক-দুটো বিষয় কিছুটা নড়বড়ে. ক্লাস সেভেনে পড়া একটা ছেলে, কতোই বা বয়স হবে - বড়জোর তেরো, ডেপো পাকা হতে পারে, কিন্তু এতোটা পরিণতমনস্ক হতে পারে না. ব্যক্তিত্বের বিকাশ কৈশোরে শুরু হয় ঠিকই কিন্তু তা সুদৃঢ় হয়ে একটা অবস্থায় পৌছাতে কয়েক বৎসর লাগে. গল্পে সমুর বয়সের সঙ্গে ব্যক্তিত্বের পরিপক্কতা, বিশেষ করে পরিণতমনস্কতা - চিন্তাধারার গতিপ্রকৃতি ও পরিস্থিতির বিশ্লেষণক্ষমতা, মানানসই নয়. ও যদি সতেরো-আঠারো হতো, তাহলে মেনে নেওয়া যেত. এইটুকু বাদ দিলে, গল্পের বুনোট খুবই দারুণ. প্রশংসনীয়.