20-10-2022, 08:05 PM
(20-10-2022, 01:33 AM)golpokar Wrote: 4. ব্ল্যাকমেল পার্ট 2:update chai
কি করে বাড়ি ফিরবো ভাবছি। কলেজ এর গেট টার বাইরে একদম একা দাঁড়িয়ে। সাধারনত হয় বাবা নয় মা আমায় কলেজ থেকে নিয়ে আসে। একা ফেরার অভ্যাস প্রায় নেই বললেই চলে। দাঁড়িয়ে অছি, দাঁড়িয়ে অছি, কারুর দেখা নেই। মনে হচ্ছিল মা না বাবাই আসবে। আর ঠিক তাই হোল । দূর থেকে হলেও বাবার অফিসের গাড়িটা ঠিক ই চিনে যাই।
'-------