20-10-2022, 01:21 AM
(17-10-2022, 03:21 AM)আপনি ঠিক ই বলছেন। তবে গল্পে একটা রিসিভার বা ল্যান্ড ফোন থাকা খুব একটা অযৌক্তিক না মনে হয়। ধন্যবাদ সাথে থাকুনray.rowdy Wrote:গল্পকার মহোদয়, তুমি গল্পটা বেড়ে লিখছো, নিঃসন্দেহে. প্লটটা দারুণ ফেঁসেছো. এককথায় খুবই ভালো হচ্ছে. কিন্তু একটা জায়গায় বড্ড কাঁচা লাগছে. ক্লাস সেভেনে পড়া একটা ছেলের কাছে নিজস্ব মোবাইল রয়েছে, অথচ বাড়ীতে রিসিভার !!! বাবার বস ফোন করে তো বাড়ীর রিসিভারে, মোবাইলে নয় !!! যদি একটা কচি ছেলেকে মোবাইল দেওয়া হয়, তাহলে নিশ্চয় বাবা-মা মানে বড় সবার কাছে মোবাইল থাকবেই. তখন আর কেউ বাড়ীতে রিসিভার রাখবে কেন আর মাস গেলে কেন টেলিফোন বিল দিতে যাবে !!! আজকাল এই টেলিফোন বিল কথাটাও পুরনো জমানার কথা হয়ে গেছে. আশা করি আগামী পর্বগুলো এই ধরণের অসঙ্গতি দোষ থেকে দূরে থাকবে.