19-10-2022, 09:26 PM
যেটুকু পড়েছি বলা ভালো যেটুকু পেয়েছি তাতে গল্পটাকে অনবদ্য না বলে উপায় নেই। এতো চমৎকার ইরোটিক গল্প খুব কমই পাওয়া যায়।
বিশেষ করে ভার্সিটি ক্যাম্পাসের পটভূমিকায় যেসকল গল্পের প্লট থাকে সেসকল গল্প অন্যান্য গল্পের থেকে আমার কাছে বেশী ভালো লাগে। আর এটা তো একেবারে ঢাকা ভার্সিটির পটভুমিকায় আবর্তিত একটি গল্প। গল্পের শেষে মূল লেখকের উপস্থিতি পল্প পড়ার পর যে হতাশাটা ঘিরে ধরেছিলো সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। ওনি গল্পটা এগিয়ে নিয়ে যাবার যে আশ্বাস দিয়েছেন তাতেই মন থেকে হতাশার মেঘ বেশ কিছুটা সরে গিয়েছে। ভালো লেখার টানই এরকম। শেষ পর্যন্ত না পড়তে পারলে মনে একটা হাহাকার জন্মে। আশা করি এবার আর সেটিতে পড়তে হবে না।
মূল লেখককে এরকম সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে দীপ্ত দা'কেও ধন্যবাদ জানাচ্ছি। ওনি গল্পটা এখানে পোস্ট করতে শুরু করার কারনেই মূল লেখক এই থ্রেডে পদার্পন করেছেন।
বিশেষ করে ভার্সিটি ক্যাম্পাসের পটভূমিকায় যেসকল গল্পের প্লট থাকে সেসকল গল্প অন্যান্য গল্পের থেকে আমার কাছে বেশী ভালো লাগে। আর এটা তো একেবারে ঢাকা ভার্সিটির পটভুমিকায় আবর্তিত একটি গল্প। গল্পের শেষে মূল লেখকের উপস্থিতি পল্প পড়ার পর যে হতাশাটা ঘিরে ধরেছিলো সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। ওনি গল্পটা এগিয়ে নিয়ে যাবার যে আশ্বাস দিয়েছেন তাতেই মন থেকে হতাশার মেঘ বেশ কিছুটা সরে গিয়েছে। ভালো লেখার টানই এরকম। শেষ পর্যন্ত না পড়তে পারলে মনে একটা হাহাকার জন্মে। আশা করি এবার আর সেটিতে পড়তে হবে না।
মূল লেখককে এরকম সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে দীপ্ত দা'কেও ধন্যবাদ জানাচ্ছি। ওনি গল্পটা এখানে পোস্ট করতে শুরু করার কারনেই মূল লেখক এই থ্রেডে পদার্পন করেছেন।