17-10-2022, 01:10 PM
(17-10-2022, 10:39 AM)Bumba_1 Wrote: এই শারীরিক অসুস্থতা নিয়েও একটা ইভেন্ট পুরোপুরি আমাকে অরগানাইজ করতে হয়েছে (কিছু সম্পর্ককে তো 'না' করা যায় না) তাই এই ক'দিন লেখায় হাত দিতে পারিনি। আজকেই জানিয়ে দেবো পরবর্তী আপডেট কবে আসবে।
এটা বিরাট একটা সমস্যা আমাদের জীবনে।
শারীরিক বা মানসিক যেভাবেই অসুস্থ থাকুন না কেন অনেক জায়গায় অনেক পরিস্থিতিতে অনেকজনকেই এড়ানো যায় না। না হয় তারা সেটার উল্টো মানে ধরে অদ্ভুত সব ধ্যান ধারণা মনে পোষন করে যেটা মোটেও আমরা না। আবার অনেক সময় নিজের মনকেও মানানো যায় না শত অসুবিধা হলেও নিজেকে সেটাতে ইনভলভ করতে ইচ্ছে হয় তাতে একটু হলেও মনে শান্তি আসে।
আস্তেধীরে লেখো কোন তাড়াহুড়ো নেই
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।