17-10-2022, 12:50 PM
(17-10-2022, 01:17 AM)Boti babu Wrote: বয়স্ক মানুষেরা কোলের শিশুকে দেখেই বুঝে যায় শিশু বড়ো হয়ে কেমন হবে । ঠিক তেমনি তোমার লেখার শুরু দেখেই বুঝা যায় সামনে কেমন হবে । মাধুরীর দেখতে কেমন তার একটা স্পষ্ট বর্ণনা দিলে ভালো হবে। মাধুরীদের পাড়া বাড়ি ঘর সব কিছুর বর্ণনা দিয়ে দেবে। আর কি চালিয়ে যাও আগের মতো এবারও পাশে পাবে।
কোন এক পাঠক আমার আগের একটা গল্পে নারী কেন্ত্রিক একটা গল্পের আবদার করেছিল তখন থেকেই মাথায় ছিল পরবর্তী কোন একটা গল্প নারী প্রধান চরিত্র নিয়েই করবো। সেটারই চেষ্টা মাত্র পাশে থেকো দাদা সবসময়।
মাধুরী রূপের বর্ণনা আসবে তবে একটু পরে আপাতত ওর চালচলন আর স্বভাব দেখে কিছু একটা কল্পনা করে নাও।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।