16-10-2022, 10:37 AM
(13-10-2022, 09:05 PM)Bumba_1 Wrote: হ্যাঁ, আমি বর্তমানে থেকে কিছুটা ভালো আছি। তবে শারীরিক অসুস্থতার কারণে পুজোর সময় একদমই ভালো কাটেনি আমার।
নতুন করে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিকল্প হিসেবে যেমন উত্তমকুমার উঠে এসেছিলেন ঠিক তেমনি পঙ্কজ মল্লিকের বিকল্প হিসেবে হেমন্ত মুখার্জীকে আনা হয়েছিল। এছাড়াও বেশ কিছু কলাকুশলীর পরিবর্তন করা হয়েছিল। কিন্তু পুরো অনুষ্ঠানটাই ব্যর্থ হয়েছিল। ওই বছরের পর আকাশবাণী আর সাহস পায়নি পুনরায় অনুষ্ঠানটা লাইভ করার।
ভালো থেকো আর সুস্থ থেকো
শুনে খারাপ লাগলো বুম্বা দা। আপনার সুস্বাস্থ্য কামনা করি।
রোগ রোগের জায়গায় থাকবে। জীবন জীবনের জায়গায়। তারা যেন একসঙ্গে মিলিত না হয়।
উত্তমকুমারের মহিষাসুরমর্দিনী ইউটিউবে দেখলাম। খুব ভালো হলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো নয়।