14-10-2022, 06:35 PM
আমরা শুধুই চিনি পর্দায় তাকে। তার ভুবন ভোলানো হাসি আর দুর্দান্ত অভিনয় আজও জয় করে আমাদের মনপ্রাণ। তা সে নায়ক হয়ে নিজের অতীতের ঠিক ভুল বিচারের গল্প হোক কিংবা খলনায়ক হয়ে বাঘ বন্দির শয়তানি খেলা কিংবা একের পিঠে দুই হয়ে সকলের মনে ভ্রান্তি সৃষ্টি করার বিলাস হোক।
আজ জানলাম সেই মানুষটার পারিবারিক কিছু ঘটনা ও তার নিজের জীবনে ঘটে যাওয়া অলৌকিক এক মুহূর্ত। সকলে একসাথে বসে এক হয়ে পর্দায় চোখ রাখা ও চিল্লিয়ে ওঠার আনন্দ আজ বড়ো অস্পষ্ট হয়ে যাচ্ছে। যে যার হাতে আধুনিক দুরভাস যন্ত্র তুলে নিয়ে আরও একা হয়ে পড়ছে। তা সে যতই তার চোখ থাকুক ইন্দ্রজালের দিকে।
ধন্যবাদ ♥️
আজ জানলাম সেই মানুষটার পারিবারিক কিছু ঘটনা ও তার নিজের জীবনে ঘটে যাওয়া অলৌকিক এক মুহূর্ত। সকলে একসাথে বসে এক হয়ে পর্দায় চোখ রাখা ও চিল্লিয়ে ওঠার আনন্দ আজ বড়ো অস্পষ্ট হয়ে যাচ্ছে। যে যার হাতে আধুনিক দুরভাস যন্ত্র তুলে নিয়ে আরও একা হয়ে পড়ছে। তা সে যতই তার চোখ থাকুক ইন্দ্রজালের দিকে।
ধন্যবাদ ♥️