14-10-2022, 01:07 PM
(14-10-2022, 10:31 AM)Bumba_1 Wrote: কাল রাতে টের পাইনি। আজ সকালে পড়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেলো। যখন প্রথম এই ফোরামে তোমার গল্প পড়া শুরু করি, সেইদিনই আমি বলেছিলাম একদিন শ্রেষ্ঠত্বের আসনে যাবে তুমি (নিশ্চয়ই মনে আছে তোমার)। আজ এই কাহিনীর প্রথম পর্বে সেটাই আবার উপলব্ধি করলাম। শুধু এইটুকুই বলবো ..
আমি চেয়েছিলামতুমি আমায় ততটুকু বোঝো,যতটুকু বুঝলেকখনো আমাদের বিচ্ছেদ হবেনা।
আমি চেয়েছিলামআমার প্রতিটা পদক্ষেপেই যেনোতোমার সঙ্গ পাই।
আমি চেয়েছিলামআমাদের মাঝে কখনো যেনোতৃতীয় কারো প্রবেশ না হয়।
আমি চেয়েছিলামতোমার প্রতিটা মোনাজাতেই যেনোআমায় রাখো।
আমি চেয়েছিলামতোমাকে আমার করেআজীবন আমার কাছেই রেখে দিতে।
তোমার চরণ ধুলায় লুটিয়ে ললাট আশীর্বাদ টুকুই নেব।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।