14-10-2022, 10:31 AM
(This post was last modified: 14-10-2022, 10:32 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
কাল রাতে টের পাইনি। আজ সকালে পড়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেলো। যখন প্রথম এই ফোরামে তোমার গল্প পড়া শুরু করি, সেইদিনই আমি বলেছিলাম একদিন শ্রেষ্ঠত্বের আসনে যাবে তুমি (নিশ্চয়ই মনে আছে তোমার)। আজ এই কাহিনীর প্রথম পর্বে সেটাই আবার উপলব্ধি করলাম। শুধু এইটুকুই বলবো ..
আমি চেয়েছিলাম
তুমি আমায় ততটুকু বোঝো,
যতটুকু বুঝলে
কখনো আমাদের বিচ্ছেদ হবেনা।
আমি চেয়েছিলাম
আমার প্রতিটা পদক্ষেপেই যেনো
তোমার সঙ্গ পাই।
আমি চেয়েছিলাম
আমাদের মাঝে কখনো যেনো
তৃতীয় কারো প্রবেশ না হয়।
আমি চেয়েছিলাম
তোমার প্রতিটা মোনাজাতেই যেনো
আমায় রাখো।
আমি চেয়েছিলাম
তোমাকে আমার করে
আজীবন আমার কাছেই রেখে দিতে।