13-10-2022, 10:44 PM
(13-10-2022, 09:15 PM)nextpage Wrote: দুপাশে বেনী করা চুল গুলো দু হাতে নিয়ে খেলতে খেলতে ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আর আমি মন্ত্রমুগ্ধের মত ওর দিকেই তাকিয়ে আছি, এমন নয় যে আমি এই প্রথম কোন মেয়েকে দেখেছি কিন্তু ওর মাঝে কি এমন যে দেখলাম সেটা আজও বলতে পারি না। আজও চোখ বন্ধ করলে সেই হাসি মুখ মায়াবী চোখ জোড়া আর অপরূপ অভিব্যক্তি মনের পর্দায় ভেসে উঠে। আমার কি হয়ে গিয়েছে সেটা জানতে না পারলেও তবুও এতোটুকু জানি ও যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল আমিও ততোটা সময় তন্ময় হয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম শতচেষ্টাতেও দুচোখের নজর অচেনা সেই মেয়েটার দিক থেকে ফেরাতে পারছিলাম না আরও তো কয়েকটা মেয়ে একসাথে ছিল কিন্তু তারপরও আমি ওর দিকেই তাকিয়ে ছিলাম। হঠাৎ দেখি ওরা সবাই রাস্তা ধরে সামনের দিকে চলতে লাগলো মেয়েটা শেষবারের মত দোকানের ভেতরের দিকে তাকিয়ে ওদের সাথে হাটতে শুরু করলো আর আমিও হ্যাংলার মতো দোকান থেকে যতটুকু রাস্তা দৃষ্টিসীমায় রাখা যায় ততক্ষণ ওর দিকেই তাকিয়ে ছিলাম।
প্রথম প্রেম নিকষিত হেম