13-10-2022, 09:05 PM
(13-10-2022, 08:08 PM)Jupiter10 Wrote: পুজোর আগে এটা পড়েছিলাম। কিন্তু মন্তব্য করা হয়নি। আশাকরি বুম্বাদা আপনি ভালো আছেন। এবং উৎসবের মুহূর্ত গুলো ভালোই কাটিয়েছেন।
|| বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সর্বভূতেষু কন্ঠ রূপেন সংস্থিতা ||
এই প্রতিবেদনের মাধ্যমে নিঃসন্দেহে আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে ট্রিবিউট দিয়েছেন। সত্যি কথা আমরা ওনার অমর কণ্ঠ এখনও শুনি এবং আগামী শত প্রজন্মও শুনে আসবে কিন্তু এই রকম চিন্তা কেউ করে না। এখনকার এবং তৎকালীন সঙ্গীতশিল্পী রাও যেভাবে তাদের সৃষ্টির রয়্যালটি পেয়ে থাকেন তেমন হয়তো এনি পাননি অথবা পাননা।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর বিকল্প হিসাবে এককালীন উত্তম কুমারও উঠে এসেছিলেন। কিন্তু তিনিও ব্যর্থ।
এই প্রতিবেদনটা লেখার জন্য ধন্যবাদ বুম্বাদা।
হ্যাঁ, আমি বর্তমানে থেকে কিছুটা ভালো আছি। তবে শারীরিক অসুস্থতার কারণে পুজোর সময় একদমই ভালো কাটেনি আমার।
নতুন করে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিকল্প হিসেবে যেমন উত্তমকুমার উঠে এসেছিলেন ঠিক তেমনি পঙ্কজ মল্লিকের বিকল্প হিসেবে হেমন্ত মুখার্জীকে আনা হয়েছিল। এছাড়াও বেশ কিছু কলাকুশলীর পরিবর্তন করা হয়েছিল। কিন্তু পুরো অনুষ্ঠানটাই ব্যর্থ হয়েছিল। ওই বছরের পর আকাশবাণী আর সাহস পায়নি পুনরায় অনুষ্ঠানটা লাইভ করার।
ভালো থেকো আর সুস্থ থেকো