13-10-2022, 07:07 PM
কি দুর্দান্ত ভাবে এগিয়ে চলেছে কাহিনী। যেন সময় স্রোত নিজের যোগ্য রাস্তা নিজেই খুঁজে নিয়ে এগিয়ে চলেছে বিশেষ এক স্থানের দিকে। যে স্থানে আছে অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক ঠিক ভুল, অনেক হ্যা না কিন্তু শেষে আছে চরম সুখ। সে লোভ বড়ো সাংঘাতিক।
দারুন লাগলো পর্বটা। অনেক কিছু খেলা করতে শুরু করেছে ওই নারীর অবচেতন মনে। নিজের দেহ যেন কিছু একটা বলতে চাইছে তাকে, যেটা এখন সে শুনতে না চাইলেও একদিন তো ঠিকই............!
দারুন লাগলো পর্বটা। অনেক কিছু খেলা করতে শুরু করেছে ওই নারীর অবচেতন মনে। নিজের দেহ যেন কিছু একটা বলতে চাইছে তাকে, যেটা এখন সে শুনতে না চাইলেও একদিন তো ঠিকই............!